টাঙ্গাইলে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলের মধুপুর বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু।

- Advertisement -

শুক্রবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন এবং স্থানীয় অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ সেভেন বিজি বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।

- Advertisement -islamibank

বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং শদুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত হয়।

কেন এই দুর্ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি প্রশাসনের কোনো কর্মকর্তা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, বিকাল তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। একজন পাইলট মারা গেছেন। এ বিষয়ে আপাতাত আর কোনো তথ্য নেই।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM