সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন

0

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) এর আয়োজনে এবং জিপিএইচ ইস্পাত লি. এর পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

সিডিএফএ-এর সহ-সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ-এর সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহসভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএসের নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, গোলাম মহিউদ্দীন হাসান, মোঃ মশিউর রহমান চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মনোরঞ্জন দে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাজী মঈনুল হক, ইসমাইল বালি, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক, দিদারুল আলম দিদার, লুৎফুল করিম সোহেল, মোঃ হারুনুর রশিদ, রাশেদুর রহমান মিলন, ডা. তিমির বরন চৌধুরী।

উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ৪-১ গোলে বিসিআইসি ক্রীড়া সংসদকে হারিয়ে শুভসূচনা করে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM