‘সুফিয়া কামাল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার সাহসী কবি’

কবি বেগম সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত “অনুভবে অনুভূতিতে অম্লান তুমি”শীর্ষক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাবিহা নাহার বেগম বলেছেন, সুফিয়া কামাল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও নারী জাগরণের সাহসী কবি।

- Advertisement -

তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পর এদেশে নারী সমাজকে অন্ধকার থেকে সরিয়ে সুশিক্ষিত করার জন্য আজীবন সংগ্রাম করেছেন কবি সুফিয়া কামাল।

- Advertisement -google news follower

সম্প্রতি আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চসিক কাউন্সিলর আবিদা আজাদ।

- Advertisement -islamibank

বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কবি এহসান মাহমুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহীনের যৌথ সঞ্চালনায় সভায় মূল প্রবদ্ধ পাঠ করেন সাংবাদিক প্রশান্ত বড়ুয়া।

বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, শিক্ষাবিদ শেখ এ রাজ্জাক রাজু, ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, সংস্কৃতি কর্মী সুর্যশ্ময় চৌধুরী, শিল্পী দীপেন চৌধুরী, লোককবি কল্পতরু ভট্টাচার্য, বাবুল কান্তি দাশ, প্রণবরাজ বড়ুয়া, কবি আরিফ চৌধুরী, হারুন উর রশিদ, অ্যাড. আশুতোষ দত্ত নান্টু, অধ্যাপক উত্তম কুমার সরকার, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, দীলিপ হোড়, শাহেদ হায়দার খান, এম ডি শহীদ, মুক্তিযোদ্ধা এস.এম. আবু তাহের, মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা মোঃ নাছির, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, এম. আনোয়ার হোসেন, মোঃ এজাহারুল হক, রোজী চৌধুরী, পারভীন আক্তার চৌধুরী, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, নোমান উল্লাহ বাহার, জিয়া উদ্দীন আরিফ, ফরমান উল্লাহ চৌধুরী, কায়ইমুর রশিদ বাবু, জিন্নাত আজিম, মাকসুদা বেগম, মোঃ তিতাস, সমীরন পাল প্রমুখ।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM