কোনো প্রার্থীকে সমর্থন দেবে না হেফাজত

‘হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবে না। বিষয়টা অনেকবার বলা হয়েছে। হেফাজতকে জড়িয়ে সব ধরনের অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।’

- Advertisement -

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক সরওয়ার কামাল প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

- Advertisement -google news follower

বিবৃতিতে আরো বলা হয়, ‘নির্বাচনে প্রার্থী হতে আমার কাছে কেউ দোয়া নিতে আসেনি এবং কাউকে নির্বাচন করার জন্য আমি অনুমতি এবং নির্দেশ কিছুই দিইনি। যারা আমার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলে নির্বাচন কিংবা মনোনয়ন নেয়ার চেষ্টা চালাচ্ছেন তারা সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছেন। এ ব্যাপারে আমার সাথে কারো কোন কথা হয়নি।’

‘কেউ নির্বাচন করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এর জন্য হেফাজতে ইসলাম দায়ী নয়। আপনি যেকোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে পারেন। কিন্তু হেফাজতে ইসলামের নাম বিক্রি করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’

জয়নিউজ/তালেব/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM