শিকাগোতে হাসপাতালে হামলায় নিহত ৪

0

যুক্তরাষ্ট্রে শিকাগোর একটি হাসপাতালে গোলাগুলির ঘটনায় হামলাকারী সহ ৪ জন নিহত হয়েছে। শিকাগোর মার্সি হাসপাতালে স্থানীয় সময় সোমবার (১৯ নভেম্বর) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে।

হামলাকারী গুলি করতে করতে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। দ্রুত হাসপাতাল থেকে মানুষজনকে বের করে নেওয়া হয় এবং সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

নিহতদের মধ্যে একজন মহিলা ডাক্তার এবং হাসপাতালের নারী কর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের মেয়র রাহম ইমানুয়েল।

পুলিশের মুখপাত্র জানান, গোলাগুলির সময় বন্দুকধারী নিহত হয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি-না তা জানা যায়নি।

কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারী তার সাথে সম্পর্ক থাকা একজন নারীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকতে পারেন।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM