কুতুবদিয়ায় বন্দুকযুদ্ধে জলদস্যু সম্রাট নিহত

কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২০ নভেম্বর) ভোর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু সম্রাট  দিদারুল ইসলাম প্রকাশ মলই দিদার (৪২) নিহত হয়েছে। এ সময় ৭টি দেশীয় তৈরি বন্দুক, ২৯টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

- Advertisement -

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, কুতুবদিয়া দ্বীপের আমজাখালী বেড়িবাঁধ এলাকায় জলদস্যুদের উপস্থিতির খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু বাহিনী গুলি ছোঁড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে জলদস্যু মলই দিদার গুলিবিদ্ধ হয়। তার সঙ্গীরা পালিয়ে যায়।

- Advertisement -google news follower

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত মলই দিদার বুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলাপাড়া গ্রামের ইউসুফ নবীর ছেলে।

জয়নিউজ/গিয়াস/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM