আনোয়ারায় ৮৪ লাখ টাকা ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি

0

চট্টগ্রামের আনোয়ারায় র‌্যাবের অভিযানে প্রায় ৮৪ লাখ টাকা মূল্যের ২৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার মধ্যম গহিরা মাঝির ঘাট এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হলেও গণমাধ্যমকে বুধবার রাতে এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭।

আটক মাদক কারবারির নাম মো. মুজিবুর রহমান (২৪)। সে উপজেলার মধ্যম গহিরা এলাকার মৃত মনছুর আলমের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, ইয়াবাসহ আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজিবুর জানায় সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

গতকাল বুধবার জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×