নৈসর্গিক সাজেক ভ্যালি কেন রাঙ্গামাটির ছাদ

0

দেশি বিদেশী পর্যটকদের কাছে আলোচিত পর্যটনকেন্দ্র ‘সাজেক ভ্যালি’র। নয়নাভিরাম অরণ্যভূমি আর পাহাড়ের বন্ধন যেখানে অবিচ্ছেদ্য। সাজেক ভ্যালিতে দাঁড়িয়ে মনে হবে আপনি আকাশের কাছাকাছি পৌঁছে গেছেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উচ্চতার সাজেক ভ্যালির প্রকৃতি সকাল-বিকেল রঙ বদলায়। চারপাশে ঘন সবুজ অরণ্যের ঢেউ খেলানো ছোট-বড় পাহাড়ের সারি। পাহাড়ে গায়ে সারি সারি আকাশচুম্বী বৃক্ষরাজি। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM