সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় উঠছে আজ

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের পর চলমান ছাত্র আন্দোলনের কারণে সামনে আসা সড়ক পরিবহন আইন-২০১৮ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হচ্ছে সোমবার (৬ আগস্ট)। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

ভেটিং করে আইন মন্ত্রণালয়ের পাঠানো এ আইনের খসড়া মন্ত্রিসভায় তুলবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

- Advertisement -google news follower

গেল কয়েকদিনের টানা আন্দোলনের মাঝেই এ আইন সংক্রান্ত ফাইলে সই করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এরপর আইনের চূড়ান্ত খসড়া প্রণয়নে বাকি কার্যক্রম শেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

আইনে কি থাকছে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানিয়েছিলেন, সড়কে অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সাজার বিধান রেখে এ আইন প্রণয়ন হয়েছে।

- Advertisement -islamibank

আইনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পথচারীরা কিভাবে পথে চলাফেরা করবে, তারও একটা নির্দেশনা থাকছে এ আইনে।

জয়নিউজবিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM