২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু,আক্রান্ত প্রায় ৩ হাজার

0

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গেল ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একইসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে দুই হাজার ৯শ ৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৯৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকা ৯৯৪ ও সারা দেশের অন্যান্য অঞ্চলে এক হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে ঢাকায় আট; অন্যান্য অঞ্চলে ৬ জন।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×