কোতোয়ালীতে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

0

চট্টগ্রাম নগরের কোতোয়ালীতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর সামনে পাকা রাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহেল (২৮), মো. আরিফ হোসেন মুন্না (২০) ও শাহ আলম (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন। তিনি জানান, কোতোয়ালীতে একটি পিকআপ তল্লাশি করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানায়, তারা এসব গাঁজা বারৈয়ারহাট এলাকা থেকে পাইকারি দামে কিনে বাকলিয়ায় খুচরায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে বহন করে নিয়ে যাচ্ছিল।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM