বিলাসী ঝরনায় ডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

0

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার বিলাসী ঝরনায় ঘুরতে যেয়ে নিখোঁজ এ কে এম নাইমুল হাসান (২০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারটার দিকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে তিনি নিখোঁজ হন।
নাইমুল হাসান নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী উত্তর নাথ পাড়া শাহানা ভবন এলাকার মো.আবুল কাশেমের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনায় বেড়াতে গিয়েছিলেন নাইমুল হাসান। ঝরনার পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেখানে তল্লাশি চালিয়ে দুপুরে সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জেএন/এমআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×