লুম্বিনী বন বিহারে কঠিন চীবর দান

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিনার লুম্বিনী বন বিহারে ১৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব রোববার (১৮ নভেম্বর) উদযাপিত হয়েছে।

- Advertisement -

তারেংঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরৎ কুমার চাকমার পরিচালনায় সকালে এবং দীপানিতা চাকমার সুরে ধর্মীয় সংগীতের মাধ্যমে বিকেলের আয়োজনের সূচনা হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লুম্বিনী বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন সাবেক অবসর প্রাপ্ত জেলা মৎস্য কর্র্মকর্তা চন্দ্র কুমার চাকমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবন বিহার অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির, শ্রীমৎ করুনার্বধন মহাস্থবির, সুমন মহাস্থবির ও শ্রীমৎ মেত্তা বংশ স্থবির।
পরে ভিক্ষু সংঘের মধ্যে স্বধর্ম দেশনা দেন শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির, শ্রীমৎ সুমন মহাস্থবির, শ্রীমৎ করুনা বর্ধন মহাস্থবির, শ্রীমৎ সুধর্মানন্দ মহাস্থবির ও শ্রীমৎ মেত্তাবংশ স্থবির।

জয়নিউজ/রপ্তদীপ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM