মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ফয়সাল

0

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ ফয়সাল (৩৮)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত রবিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সেলানগড়ের এর কালাং শহরে সড়ক দুর্ঘটনা ঘটে।

তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড-এর বাগাই বাড়ির রুহুল আমিন সওদাগরের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক কন্যা রেখে গেছেন।

এদিকে এই প্রবাসীর মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের আত্মীয় নাজিম উদ্দিন রহিম বলেন, সেদিন বিকেলে বাসা থেকে বাহিরে বের হয়ে সাইকেল চালিয়ে দোকানে যাচ্ছিল এমন সময় সামনে থেকে একটি প্রাইভেটকার চাপা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতের ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, নিহত ফয়সাল আমার ছোট খালার স্বামী। তাঁর এই অকাল মৃত্যুতে আমার খালার পরিবারে বিপর্যয় নেমে এসেছে। তাঁর ৩ সন্তান নিয়ে এখন কিভাবে আগামি দিন চলবে সেটা ভাবতে পারছি না।

জানা গেছে, ফয়সালের মরদেহ আগামি ৮ সেপ্টেম্বর দেশে আসার কথা রয়েছে। এরপর সন্দ্বীপে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×