লোহাগাড়ায় খালে মিলল বৃদ্ধের লাশ

0

চট্টগ্রামের লোহাগাড়ায় খালে মিলেছে এক বৃদ্ধের লাশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পদুয়া-চরম্বা সীমান্তবর্তী এলাকায় জামছড়ি নতুন ব্রীজের দক্ষিণ পাশে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া লাশে পরিচয় জানাতে পারেনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় খালে বড়শি দিয়ে মাছ শিকার করতে যান স্থানীয় যুবক মো. শহিদুল ইসলাম।

এসময় তিনি খালে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরাও খবর শুনে ঘটনাস্থলে পৌঁছান। এরপর উভয় বাহিনীর সদস্যরা বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, লাশটি ভেসে আসছে কয়েকদিন হবে। লাশের শরীরে পঁচন ধরেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM