মনোনয়ন ফরম নিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে রোববার (১৮ নভেম্বর) চট্টগ্রামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

- Advertisement -

মনোনয়ন ফরম নেওয়া বিএনপির হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. সাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম বক্কর। অপরদিকে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন ফরম নেন সাংসদ মো. আফছারুল আমীন, নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুসহ বেশ কয়েকজন।

- Advertisement -google news follower

রোববার সন্ধ্যায় নগরের লাভলেইনের নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসেন খান এ তথ্য জানান।

মনোনয়ন কিনলেন যারা

চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে বিএনপির মো.মাহবুবর রহমান।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে ইসলামী ফ্রন্টের মো. আশরাফ হোসেইন।
চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য মীর মো. হেলাল উদ্দীন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মঈন উদ্দীন রুহি ।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে আওয়ামী লীগের মো. ফয়সাল ইকবাল চৌধুরী।
চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসন থেকে আওয়ামী লীগের মো. রেজাউল করিম চৌধুরী এবং বিএনএফের এস এম ইকবাল হোসেন।
চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকে নগর বিএনপি সভাপতি ডা. সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম বক্কর ও কেন্দ্রীয় সদস্য মো. সামশুল আলম ।
চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসন থেকে আওয়ামী লীগের সাংসদ মো. আফছারুল আমীন, নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং বাসদের মো.মহিন উদ্দিন ।
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে বিএনপির মো. এনামুল হক, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এম মতিন।
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে বিএনপির কাজী মোজ্জামেল হক চৌধুরী ।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে বিএনপির মো. লিয়াকত আলী ।

জয়নিউজ/কাউছার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM