বাঁশখালীতে নিজ শয়নকক্ষে ডেকোরেটর ব্যবসায়ী খুন

0

চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ির শয়নকক্ষে খুন হয়েছেন মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে খুন করা হয়েছে।

শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার নিজ বাড়িতে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তার ছেলে এনামুল হক বলেন, সকালে আমার বড় ভাই বাবার ঘরে মোবাইল খুঁজতে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় তার লাশ মেঝেতে পড়ে আছে। তখন আমরা পুলিশে খবর দিই।

বাবা গ্রামের শাহাদাত মার্কেটে ডেকোরেটরের ব্যবসা করতেন কিন্তু কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেন আমার বাবাকে খুন করা হলো, বুঝতে পারছি না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তারা বলছেন শত্রুতা নাকি চুরি করতে গিয়ে খুন, তা বোঝা যাচ্ছে না।

বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ বলেন, লাশের পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের আগে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM