মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে আড়াই কোটি টাকার ইয়াবা, আটক ২

0

যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে আড়াই কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকের চালানটি আটক করতে সক্ষম হয় পুলিশ।

পাচার কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর শিবচর পৌরসভা এলাকার গুয়াতলা এলাকার বাসিন্দা আবদুর রজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১) ও মৃত আশরাফ খানের ছেলে আরজু খান (৩৫)।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×