মুরাদপুরের বারকোড ফুড জাংশনে অভিযান: জরিমানা ৪ লাখ

0

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বারকোড ফুড জাংশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ বুধবার (৩০ আগষ্ট) পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম মশিউর রহমান।

অভিযানে চার অপরাধে বারকোডকে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রক্রিয়াকরণ, পচা মাংস ফ্রিজে সংরক্ষণ, অনুমোদনহীন ঘি ব্যবহার, কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×