চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১০৫ রোগী হাসপাতালে ভর্তি

0

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ফলে মোটেও ভালো নেই নগরবাসী। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গু আক্রাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৯৭ জনে।

তবে এদিন কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে মৃতের সংখ্যা ৫৩ জনে অপরিবর্তীত রয়েছে। চলতি আগস্ট মাসে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেসরকারি হাসপাতালে ৫৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন এবং বিআইটিআইডিতে ৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬৫ জন।

এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৩ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৩৭ জন ভর্তি রয়েছেন।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৩২ জন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM