প্রেমিকার ১০ মিনিটের তীব্র চুমুতে কানের পর্দা ফাটল তরুণের

0

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়ার কথা। ঘটল বিপত্তি। ১০ মিনিটের তীব্র চুমুর বড় মাশুল গুণতে হলো প্রেমিককে! ছিঁড়ে গেল কানের পর্দা! চীনে ঘটেছে এমন বেদনাবিধুর এক চুম্বনের ঘটনা।

চীনের সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চীনের ঝেজিয়াং প্রদেশের পশ্চিম লেকের ধারে দেখা করেন ওই যুগল। প্রথমে সব ঠিকই ছিল। নিবিড় চুম্বনে মত্ত হয়েছিলেন তারা। প্রায় দশ মিনিট ধরে চলছিল সেই চুম্বন পর্ব।

এরপর আচমকাই ব্যথায় ককিয়ে ওঠেন তরুণটি। তার কানে প্রচণ্ড যন্ত্রণা করছিল। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করা হয়।

দেখা যায়, তার কানের পর্দায় ছিদ্র রয়েছে। শেষ পর্যন্ত চিকিৎসকরা আশ্বাস দিয়ে জানিয়েছেন, এই সমস্যা স্থায়ী হবে না। মাস দুয়েক সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সেই সঙ্গে অ্যান্টিবায়োটিক খেতে হবে। তাহলেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন ওই তরুণ।

চিকিৎসকরা জানাচ্ছেন, আশ্লেষে চুম্বন করার ফলে কানের ভিতরে বায়ুচাপে দ্রুত পরিবর্তন হতে থাকে। আসলে সঙ্গীর ঘনঘন নিঃশ্বাস নেওয়ার ফলেই এমন হয়। ফলেই কানের পর্দা ফেটে যায়। সূত্র: সংবাদ প্রতিদিন

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM