পাঁচ দিনে ৩৮৫ কোটি টাকার কর আদায়

নগরে করদাতাদের ভিড়ে জমে উঠেছে আয়কর মেলা। মেলার পঞ্চম দিনে বেড়েছে সেবাগ্রহণকারী করদাতা, নতুন ইটিআইএন ও আয়কর আদায়ের পরিমাণ।

- Advertisement -

মঙ্গলবার (১৩ নভেম্বর) জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী এই আয়কর মেলা শুরু হয়।

- Advertisement -google news follower

উদ্বোধনের পর পাঁচ দিনে মেলায় সর্বমোট ৩৮৫ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪৪৯ টাকার কর আদায় হয়েছে। এসময় ২ লাখ ১৩ হাজার ৩৯৬ জন করদাতা সেবা গ্রহণ করেন। রিটার্ন দাখিল করেছেন ২৭ হাজার ২৪১ জন ও নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ২০১ জন।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এরমধ্যে শনিবার মেলার পঞ্চম দিনে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে রিটার্ন দাখিল করেছেন ২ হাজার ২৭০ জন ও কর আদায় হয়েছে ৬৬ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৭১১ টাকা।

কর অঞ্চল-২ এর অধীনে ৯২৫ জন রিটার্ন দাখিল করেছেন ও কর আদায় হয়েছে ১৫ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৩১০ টাকা।

কর অঞ্চল-৩ এর অধীনে রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৮৭ জন ও কর আদায় হয়েছে ১২ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ১৮৩ টাকা।

কর অঞ্চল-৪ এ ৮৮১ জনের রিটার্ন ও ১০ কোটি ২৪ লাখ ৫ হাজার ৩৮০ টাকার কর জমা পড়েছে।

এছাড়া জরিপ রেঞ্জ-৩ এর অধীনে ৭ জন রিটার্ন দাখিল করেন ও ১৪ লাখ ১৯ হাজার ৪৭২ টাকার কর আদায় করা হয়।

এছাড়া খাগড়াছড়ি জেলায় ১৩৯ জন রিটার্ন দাখিল ও ২ লাখ ১৫ হাজার ২৬৮ টাকার কর আদায়, কক্সবাজার জেলার ৩৯১ জন রিটার্ন দাখিল ও ১৩ লাখ ৩১ হাজার ৫১ টাকার কর আদায়, বান্দরবান জেলায় ৮৭ জন রিটার্ন দাখিল ও ১ লাখ ২১ হাজার ২৫৯ টাকার কর আদায়, রাঙামাটি জেলায় ১৯৯ জন রিটার্ন দাখিল ও ১ লাখ ৯৫ হাজার ৫৬৪ টাকা কর আদায়, পটিয়া উপজেলায় ৯২ জন রিটার্ন দাখিল ও ৩ লাখ ২৫ হাজার ২৩২ টাকা কর আদায়, মিরসরাই উপজেলায় ১০৩ জন রিটার্ন দাখিল ও ৩ লাখ ১৫ হাজার ৭৮৭ টাকার কর আদায় করা হয়েছে।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM