যমুনার পানি বিপদসীমা ছুঁইছুঁই

0

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুর জেলায় যমুনা নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই। জেলাটির সদর উপজেলাসহ পাঁচটি উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্রের শাখা নদীতে পানি ফের বাড়তে শুরু করেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান বলেন, আগামীকাল পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে। তবে বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM