চান্দগাঁওয়ে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

0

নগরের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় কেডিএস গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ারা স্টেশনের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকালে সাড়ে ৬টায় আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে কালুঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টার পর সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আর বলেন, কারখানায় থাকা অনেক পোশাক পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

জেএন/হিমেল/এমআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×