আনোয়ারায় স্বামী-স্ত্রীর চোলাই মদের কারবারে পুলিশের হানা

0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা মহতর পাড়া এলাকায় পরিত্যক্ত ঘরের মাটি নিচে চোলাইমদ রেখে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন লিটন ও তার স্ত্রী।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পরিত্যক্ত ওই বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় ৭শ ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটক করা হয় স্ত্রী শামীমা আক্তার (২৫)কে।

তবে অভিযানে পুলিশের অবস্থান টের পেয়ে স্বামী লিটন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ জানায়, এ ব্যাপারে আনোয়ারা থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×