বোয়ালখালীতে টিনের চালা কেটে দোকানে চুরি

0

চট্টগ্রামের বোয়ালখালীতে মুদির দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে পূর্ব কালুরঘাট বাদামতল আলী স্টোরে এ ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী আবদুল আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করেন তিনি বাড়ি যান। আজ শুক্রবার সকালে দোকান খুলে দেখেন টিনের চালা কাটা ও ক্যাশবাক্স ভাঙা।

তিনি বলেন, “চোরের দল ক্যাশবাক্সে রাখা নগদ টাকা ও কয়েক কার্টন সিগারেট, সয়াবিন তেল, কসমেটিক, দুধ পাউডারসহ দোকানের প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।”

এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, “চুরির বিষয়ে কেউ জানায়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেএন/পূজন সেন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM