হাওয়াই রাজ্যে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩

0

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাওই দ্বীপের লাহাইনা শহরে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রয়টার্স।

এর আগে বুধবার ৩৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সংবাদমাধ্যম রয়টার্স। বৃহস্পতিবার আরও ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

রাজ্যের মেয়র জস গ্রিন জানিয়েছেন, দাবানলে ১ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। হাজার হাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করতে হবে।

লাহাইনাকে আবার পুনঃনির্মাণ করতে অনেক বছর লেগে যাবে বলে মন্তব্য করেন মেয়র।

পর্যটনের শহর মাওইতে আটকে পরেছেন অনেক পর্যটক। ফ্লাইটের অপেক্ষা করছেন তারা। এদিকে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যের ১২ হাজারেরও বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

সেখানকার মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গেছে। এ কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM