রাতে ফোন পেয়ে দিনে ত্রাণ নিয়ে হাজির ডিসি

0

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের চার নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও এলাকায় চলমান বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধ গরিব-অসহায় ৩০০ পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিশেষ এই প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি, মরিচ, ধনিয়া, হলুদের গুড়াসহ আরও কয়েকটি ভোগ্যপণ্য।

টানা ছয়দিনের বৃষ্টিপাতে এই এলাকার প্রতিটি স্থান পানির নিচে পড়ে রয়েছে। এতে গত কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে সময় পার করছে কয়েক হাজার বাসিন্দা। খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। পরে গ্রামের অন্তত ৩০০ পরিবারের মাঝে তিনি তুলে দেন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী সম্বলিত বিশেষ প্যাকেট।

বিপদের এমন সময়ে উপহারের প্যাকেটটি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অসহায় মানুষরা।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘টানা বর্ষণে উত্তর চান্দগাঁও এলাকার বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। এতে চরম কষ্টে পড়েছেন বাসিন্দারা। তারা আমাকে গতকাল তাদের দুরাবস্থার কথা জানায়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী তাই আজ ৩০০ পরিবারের মাঝে মানবিক সহায়তার বিশেষ প্যাকেট তুলে দিয়েছি। এই প্যাকেট দিয়ে একটি পরিবার কমপক্ষে এক সপ্তাহ চলতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতেও তা চলমান থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রাসয়হান, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাসসহ প্রমুখ।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM