তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার

0

নতুন করে আরো তিনটি দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। দেশ তিনটি হলো পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তান।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিনা আহমেদকে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। রেজিনা ১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার।

তিনি বর্তমানে পর্তুগালে কর্মরত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন। তিনি বর্তমানে মরিশাসে হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন।

এ ছাড়া লেবাননে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীরকে।

ওই দেশে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

অন্যদিকে, ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার মনিরুল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মনিরুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন।

মনিরুল ইসলাম আগে নিউইয়র্কে তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

জেএন/পিআর

 

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM