রাজাপুরে মাদক মামলার আসামি চট্টগ্রামে গ্রেফতার

0

ঝালকাঠির রাজাপুরের মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আসামির নাম মো. আমির সোহেল হাওলাদার। সে উপজেলার কানুদাসকাঠি এলাকার মো. সুলতান হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিল আমির সোহেল।

সে গ্রেফতার এড়ানে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কখনো চটপটি বিক্রি আবার কখনো ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালাতেন।

বুধবার রাতে রাজাপুর থানা পুলিশ গোপন সূত্রে তার অবস্থান জানতে পেরে ইপিজেড থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে তাকে রাজাপুর থানায় পাঠানো হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শুক্রবার দুপুরে আমির সোহেনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM