প্রাথমিক সমাপনীতে থাকছে না এমসিকিউ

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। এ পরীক্ষায় ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের কারণে ফলাফল প্রকাশ এবং বই বিতরণে কোনো সমস্যা হবে না।

মন্ত্রী আরো জানান, আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ পরীক্ষায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ছাত্র ১২ লাখ ৭৮ হাজার এবং ছাত্রী ১৪ লাখ ৯৮ হাজার।

- Advertisement -islamibank

পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট সব ধরনের কোচিং বন্ধ রাখার কথা বলেন তিনি। নির্বাচনের আগেই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM