রাঙ্গামাটিতে বিপুল চোলাই মদ নিয়ে ধরা ২ মাদক কারবারি

0

রাঙামাটিতে এক হাজার ৫শ ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ করিম ও ইসমাইল নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার সময় জেলার কাপ্তাই থানা সংলগ্ন মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেক পোস্টের সামনে অভিযান চালিয়ে মদের এ চালানসহ তাদের আটক করে কাপ্তাই থানা পুলিশ।

এসময় মদ পাচারে ব্যবহৃত ট্রাক (চট্টমেট্রো ন ১১-২০৭৬)টি জব্দ করা হয়। আটক দুজনের মধ্যে মো. করিম লক্ষীপুর জেলার রামগতি থানার সোহরাব উদ্দীনের ছেলে এবং মো. ইসমাইল রাঙামাটির কাউখালী উপজেলার মহিউদ্দীনের ছেলে বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×