দুপুরে ফেরত যাবে ৩০ পরিবারের ১৫০ রোহিঙ্গা

বাংলাদেশ ও মিয়ানমার সরকার গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ( ১৫ নভেম্বর) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে।

- Advertisement -

উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কামাল আজাদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুর ২.৩০টায় মিয়ানমার সীমান্তের ঘুমধুম ট্রানজিট পয়েন্ট দিয়ে ৩০ পরিবারের ১৫০ জনকে ফেরত পাঠানো হবে।

- Advertisement -google news follower

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিসারউজ্জমান চৌধুরী জয়নিউজকে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, দুপুর ২.৩০টা থেকে প্রত্যাবাসন শুরু করতে পারব।

এদিকে কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাওয়াটা ঝুঁকি মনে করে এ প্রতিবেদককে জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে বসবাস করা তারা নিরাপদ মনে করছে। তারা বলে, আমরা সেখানে ফিরে গেলে আমাদের উপর আবারও নির্যাতন শুরু হতে পারে। তাই আপাতত আমরা সেখানে ফিরে যেতে চাচ্ছি না।

জয়নিউজ/হিমেল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM