ভারতকে ৪ উইকেটে হারিয়ে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

0

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ক্যারিবিয়ানরা।

বার্বাডোসে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারত। প্রথম উইকেট জুটিতে আসে ৯০ রান। তবে সেখান থেকে মাত্র ২৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারালে বিপাকে পড়ে সফরকারীরা। অল-আউট হয় মাত্র ১৮১ রানে।

ঈশান কৃষাণের ৫৫, শুবমান গিলের ৩৪, আর সূর্যকুমার যাদবের ২৪ ছাড়া বলার মতো রান করতে পারেনি কেউই।স্বাগতিকদের হয়ে রোমারিও শেফার্ড ও গুদাকেশ মতি নিয়েছেন তিনটি করে উইকেট।

জবাবে, শাই হোপের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেট ও ৮০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৬৩, কেসি কার্থি ৪৮ ও কাইল মেয়ার্সের ব্যাট থেকে আসে ৩৬ রান।

ভারতের পক্ষে শার্দুল ঠাকুর ২টি, হার্দিক পান্ডিয়া, উমরান মালিক ও কুলদিপ যাদব একটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শাই হোপ।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×