স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাচ্চু ভারমুক্ত হলেন

0

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি থেকে ভারমুক্ত হয়েছেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু

বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাকে ভারমুক্ত বলে ঘোষণা দেন।

গাজী মেজবাউল হোসেন সাচ্চু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব অর্পণ করায় তার কাছে চিরকৃতজ্ঞ।

উল্লেখ্য, গত বছরে ১৮ জুন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এরপর থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

জেএন/এমআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×