পটিয়ায় চোলাই মদ ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

0

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে ২৫ লিটার মদ ও ৩০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার হাইদগাঁও এলাকার ধর পাড়ায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি স্থানীয় আবু সাঈদ প্রকাশ আবু বাবুর্চির ছেলে। এর আগেও সে মাদক কারবারির অভিযোগে আটক হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। কোন মাদক কারবারিকে জেলের বাইরে রাখা হবেনা।

তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় ছদ্মবেশে পুুলিশ সোহেলকে আটক করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/সঞ্জয় সেন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×