মা‌টিরাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার

0

খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গায় বাবুল মিয়া (২৩) না‌মে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ‌দিবাগত রা‌তে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৮নং ওয়ার্ড নিউ অ‌যোদ্ধা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাবুল স্থানীয় মৃত চারু‌মিয়ার ছে‌লে। নিহত বাবুলের মা আয়শা খাতুন জানান একই উপজেলার গুমতি ইউনিয়নের রবিউলের মেয়ে শিউলির সহিত বিয়ের পর একটি পুত্র সন্তানের জনক হন। দরিদ্র পরিবারে অভাবের তাড়না সহ্য করতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করে।

মা‌টিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সং‌শ্লিষ্ট‌্য এলাকার গ্রাম পুলি‌শের সংবা‌দের ‌ভি‌ত্তি‌তে ঘটনাস্থল হ‌তে পুলিশ লাশ উদ্ধার ক‌রে।

পরে লাশটি ময়না তদ‌ন্তের জন‌্য জেলা সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। প্রাথমিক ধারনায় আত্মহত্যা বলে মনে করছেন পুলিশ।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×