হালদায় আবারো ভেসে উঠলো মরা ডলফিন। বুধবার (১৪ নভেম্বর) সকালে হালদার আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটি ভেসে উঠে বলে জয়নিউজকে জানান হালদা নদী রক্ষা কমিটির সদস্য আমিন মুন্না।
এ ব্যাপারে হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া জয়নিউজকে বলেন, আঘাতজনিত কারণে ডলফিনটি মারা গেছে। বেড়িবাঁধ তৈরির সরঞ্জাম পরিবহনের জন্য বড় বড় শীপ হালদায় চলাচল করছে। মৃত ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন আছে। তাই বলা যায়, ওই শীপগুলোর আঘাতে ডলফিনের মৃত্যু হয়েছে।
আগামী মৌসুমে ডিম না ছাড়ার আশংকা জানিয়ে ড. কিবরিয়া আরো বলেন, জানুয়ারী থেকে বড় শীপসহ সব ধরনের ইঞ্জিনচালিত যান হালদায় প্রবেশ ও চলাচল নিষিদ্ধ না করলে এই মৌসুমে হালদায় কোন মাছই ডিম ছাড়বে না।
তাই ছোট ছোট অযান্ত্রিক যানে উন্নয়ন কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী পরিবহনের পরামর্শ দিয়েছেন তিনি।