লোহাগাড়ায় শিবির ক্যাডার গ্রেফতার

0

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী শিবির ক্যাডার ওমর ফারুক (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চুনতি সাতগড় নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে

গ্রেফতার ওমর ফারুক উপজেলার চুনতি সাতগড় মেম্বার পাড়া এলাকার জালাল আহমদের ছেলে। সে জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে ৩টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×