গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে পাকিস্তান

0

শ্রীলংকার বিপক্ষে শেষ দিনে গল টেস্ট জিততে এক সেশন সময়ও নেয়নি পাকিস্তান। ইমাম উল হকের অপরাজিত হাফ সেঞ্চুরিতে চার উইকেট হাতে রেখেই জয়ের নাগাল পায় বাবর আজমরা।

১৩১ রানের টার্গেটে আগের দিন তিন উইকেটে ৪৮ করেছিলো পাকিস্তান।

গল টেস্ট জিততে শেষ দিনে বাকি ৭ উইকেটে ৮৯ রান দরকার ছিলো সফরকারী দলের। ইমাম উল হক ২৫ ও বাবর আজম ৬ রান নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় নামেন।

স্কোর ৭৯-তে পৌঁছার পর বাবারকে ফিরিয়ে লংকান শিবিরে উদ্যম ফিরিয়ে আনেন বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। ২৪ রান করেন পাকিস্তান অধিনায়ক।

সৌদ শাকিল এসে কার্যকর সঙ্গ দিতে থাকেন ইমামকে। এরা দু’জন স্কোর ১২২-এ নেওয়ার পর শাকিলকে ফেরত পাঠান অফ স্পিনার রমেশ মেন্ডিস। সরফরাজ আহমেদ এসে এক রান করে জয়াসুরিয়ার শিকার হলেও আগা সালমানকে সঙ্গে নিয়ে বাকি চার রান তুলতে কোনই সমস্যা হয়নি ইমামের।

ইমাম ২১ টেস্টে তিন সেঞ্চুরির সঙ্গে অস্টম হাফ সেঞ্চুরি নিয়ে ৫০ রানে অপরাজিত থাকেন। সালমান করেন ৬ রান। প্রথম ইনিংসে শ্রীলংকার ৩১২ রানের জবাবে ৪৬১ করে ১৪৯ লিড নিয়েছিলো পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে লংকানরা করে ২৭৯ রান।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM