রোটাক ইগার্নের জালে ২৭ গোল বায়ার্নের

0

বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করেছেন। ৮৯ মিনিটে শেষ গোল করেন সাদিও মানে।

মাঝে আরও ২৫ গোল করেছে বায়ার্ন মিউনিখ। সব মিলিয়ে মঙ্গলবার রাতে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে রোটাক ইগার্নের বিপক্ষে ২৭-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ।

বিশাল এই জয়ের ম্যাচে প্রথমার্ধে ১৮-০ গোলের লিড নেয় বায়ার্ন। প্রথমার্ধেই পাঁচ গোল করেন জামাল মুসিয়ালা।

এছাড়া ম্যাথাস টেল প্রথমার্ধে করেন পাঁচ গোল। সের্গি গিনাব্রি তিন গোল দেন।

দ্বিতীয়ার্ধের নয় গোলের মধ্যে তিনটি করেন ম্যানইউ থেকে ধারের মেয়াদ শেষ করে বায়ার্নে ফেরা সাবিটেজ।

এর আগে ২০১৯ সালে রোটাচ ইগার্নকে ২৩ গোল দিয়েছিল বাভারিয়ানরা।

জেএন/এমআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×