দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে জেনারেল হাসপাতালে মানববন্ধন

0

ঢাকা সেন্ট্রাল হাসপাতালে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই জন নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।

আজ ১৬ জুলাই রোববার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে হাসপাতালের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা শিখা, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. রাজদ্বীপ বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. রুমি দাশ প্রমূখ।

মানববন্ধন সমাবেশে বক্তরা বলেন, সেন্ট্রাল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাসহ মামলা বা গ্রেফতারের নামে চিকিৎসক হয়রানি বন্ধ করতে হবে।

একইসাথে হাসপাতালে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে গ্রেফতারকৃত দুই নারী চিকিৎসককে অবিলম্বে মুক্তির জোর দাবী জানান চিকিৎসকবৃন্দ।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM