মনোনয়ন ফরম নিলেন বিএসসি-লতিফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মঙ্গলবার (১৩ নভেম্বর) চট্টগ্রামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৮ জন প্রার্থী।

- Advertisement -

মনোনয়ন ফরম কিনেছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, আওয়ামী লীগ প্রার্থী সাংসদ এম আবদুল লতিফ ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল।

- Advertisement -google news follower

সন্ধ্যায় লাভলেইনের নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী এ তথ্য জানান।

মনোনয়ন কিনলেন যারা

- Advertisement -islamibank

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ):  জাকের পার্টির মো. নিয়ামুল হোসেন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): আওয়ামী লীগের মোস্তাফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুল আলম হাসেম।

চট্টগ্রাম-৭ (হাটহাজারী): বিএনপির  ভাইস  চেয়ারম্যান  গিয়াসউদ্দীন কাদের চৌধুরী। এর আগে তিনি ফটিকছড়ি-২ আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কেনেন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মোমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের  মো. ফরিদ খান।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি), সামসুদ্দিন সিদ্দিকী (মুন্না শাহ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শেখ আহমদ হোসেন ।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর): ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর): আওয়ামী লীগের এম আবদুল লতিফ এমপি, কাজী মাহবুবুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. লোকমান সওদাগর।

চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান জুয়েল, এলডিপির এম ইয়াকুব আলী।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাকি।

প্রসঙ্গত, নির্বাচনে অংশ নিতে তাঁরা পৃথকভাবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জয়নিউজ/কাউছার/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM