বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে: তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যায়। ১৩, ১৪, ১৯ এবং ২২ সালের এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল। এবারও তাদের এক দফা ফুটে যাবে। বিএনপির সাপের মতো বার বার খোলস পাল্টায়।

এর আগে, দুপুর ৩ টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×