উত্তরপ্রদেশে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৬

0

ভারতের উত্তরপ্রদেশে স্কুলবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দিল্লি-মিরাট মহাসড়কে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাহুল বিহারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা বলছেন, স্কুলবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির দরজা কেটে তাদের মরদেহ বের করতে হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদমাধ্যম মিন্ট জানায়, এ ঘটনার সময় স্কুলবাসে কোনা শিক্ষার্থী ছিল না। এমনকি বাসটি উল্টো পথ দিয়ে আসছিল। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। সেখানে দেখা যায়, সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।

এর আগে গতকাল সোমবার উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ট্যাংকার ও টেম্পোর সংঘর্ষে ৯ জন নিহত হন। তাদের মধ্যে তিন নারী, এক শিশু ও পাঁচ পুরুষ রয়েছেন।

বার্তা সংস্থা এএনআই জানায়, সোমবার প্রতাপগড়ের মোহনগঞ্জ বাজারের কাছে লখনৌ-বারাণসী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অনেকে এখনো চিকিৎসাধীন।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×