রিয়াজ উদ্দিন বাজারে ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাই, আহত ২

0

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দীন বাজারে এক মোবাইল ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হন।

রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে রয়েল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- রিয়াজউদ্দিন বাজার রিদওয়ান কমপ্লেক্সে নূর এন্টারপ্রাইজের কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

নূর এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ইয়াছিন কবির বলেন, আমি শাওমি রেডমিসহ বিভিন্ন মোবাইলের ডিলার। রোববার দুপুর সাড়ে বারটার দিকে আমার প্রতিষ্ঠানের দুইজন কর্মচারী ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সিটি ব্যাংকে যাওয়ার পথে রিয়াজউদ্দিন বাজার রয়েল টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হয়।

ছিনতাইকারীরা কর্মচারীদের ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আমি থানায় এসেছি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ঘটনাস্থলে কি হয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM