কুমিল্লায় মৎস্য খামারে মিলল রাজমিস্ত্রির লাশ

0

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের একটি মৎস্য খামার থেকে জালাল আহমেদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরীর মৎস্য খামারে লাশটি পাওয়া গেছে।

মৃত জালাল আহমেদ একই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের বাসিন্দা তিনি। গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন এই রাজমিস্ত্রি।

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নাস্তা খেয়ে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শুক্রবার রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি।

আত্মীয়স্বজনের বাড়িতে খবর নেয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ হওয়ার খবরটি পোস্ট করা হয়। শনিবার লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসছে।

পরে পরিবারের লোকজন গিয়ে জালাল আহমেদের লাশটি শনাক্ত করেন।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা লাশ উদ্ধারের বিষয়ে বলেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় ওসি

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×