ইতালিতে বৃদ্ধাশ্রমে আগুন, হতাহত ৭৪

0

ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও আহত হয়েছেন আরও ৬৮ জন।

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থা গুরুতর। ১৫ জনের অবস্থা জটিল, তবে তাদের প্রাণ যাওয়ার ঝুঁকি নেই।

আজ শুক্রবার ইতালির জরুরি পরিষেবা বিভাগ আগের রাতের ওই অগ্নিকাণ্ড এবং হতাহতের খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে দক্ষিণপূর্বের কোরভেটো এলাকার ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

বৃদ্ধাশ্রমে লাগা এ আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। কেন আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইতালির জাতীয় দমকল পরিষেবার মুখপাত্র লুকা সারি।

মিলানের মেয়র জিউসেপ্পে সালা ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেলেও ধোঁয়া বৃদ্ধাশ্রমের অনেক বাসিন্দাকে অসুস্থ করে দিয়েছে।

আঞ্চলিক জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থাগুলো শুরুর দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত দুই জনসহ ৮১ জনকে হাসপাতালে ভর্তি করার খবর দিয়েছিল।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM