সন্দ্বীপ চ্যানেলে আংশিক ডুবেছে কনটেইনারবাহী জাহাজ

0

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় আংশিক ডুবে গেছে কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের কর্মকর্তারা।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাচ্ছিল। পথে সন্দ্বীপ চ্যানেলে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

খবর পেয়ে জাহাজটিকে উদ্ধারের জন্য বন্দরের শক্তিশালী টাগবোট, কোস্ট গার্ড এবং নৌবাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, জাহাজটি আংশিক ডুবে গেলে ৯৬ টিইইউসের মধ্যে তিনটি কন্টেইনার পানিতে ভেসে যায়। ইতোমধ্যে জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM