মেরামত করে বিক্রির জন্য ব্যবসায়ীরা মজুদ করে রেখেছেন জাহাজের পুরানো ছোট ছোট বোটগুলো। কিন্তু দিনের পর দিন খালের উপর পড়ে থাকছে এসব বোট। ব্যবসায়ীদের ঢিলেমি আর সচেতনতার অভাবে খালের উৎসমুখে এগুলো পানি নিষ্কাশনে বাধা দিচ্ছে। এতে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। সীতাকু- মাদামবিবির হাট এলাকা থেকে রোববার দুপুরে ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।